
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার ক্রোকিরচর গ্রামে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় তহমিনা বেগম(৪৪)কে পিটিয়ে গুরতর আহত করেছে স্বামী আজিজুল বেপারী, শশুর ইউসুফ আলী বেপারী ও দেবর এমদাদুল বেপারী। বুধবার রাতে এঘটনা ঘটে এবং হামলার শিকার গৃহবধুকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে স্থানীয়রা তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লে ভর্তি করে।
কিন্তু এবিষয়ে মামলা করা হলে পরবর্তীতে আরো ভয়ানক ভাবে মারা হবে বলে হুমকি দিচ্ছে হামলাকরীরা। এতে হামলার শিকার হয়েও ভীতসন্ত্রস্ত হয়ে পরেছে ভূক্তভোগী গৃহবধু।জানাগেছে, ২৪ণবছর আগে রমজানপুর এলাকার চরকাতলা গ্রামের হাতেম আলী বেপারীর মেয়ে তহমিনা বেগমের সাথে পার্শ্ববর্তী সাহেবরামপুর এলাকার ক্রোকিরচর গ্রামের ইউসুফ আলী বেপারীর ছেলে আজিজুল বেপারীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।বিয়ের পরে তাদের ২ ছেলে ও ২ মেয়ে হয়।কিন্তু স্বামী আজিজুল বেপারী বর্তমানে একজন নারীর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরে। আর
পরকিয়ায় বাঁধা দেয়ায় গৃহবধু তহমিনা বেগমের ওপর হামলা
চালানো হয়।