
উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে। বাঙালির স্বধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বৃহ:স্পতিবার সকালে থানা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
থানা ছাত্রলীগ সভাপতি মোঃ তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসান’র উপস্থিতিতে থানা ছাত্রলীগ,কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা ১মিনিট নিরবতা পালন শেষ করেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পর জাঁকজমক বর্ণাঢ্য আয়োজনে শত শত নেতা কর্মীর সমন্বয়ে সলঙ্গা থানা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন হাসান এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান (লাভু), থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম,থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ সাব্বির, সলঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রতন হাসান,ছাত্রলীগ নেতা হাবিবুল বাশার মধু। এসময় সলঙ্গা থানার ৬টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সহ থানা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।