
দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল- কালাইয়া) আসনে আওয়ামীলীগের আ.স.ম. ফিরোজ এমপি আছেন ফুর ফুুরে মেজাজে। ৭ বারের এমপি আ,স,ম ফিরোজ এর সাথে নেই কোনও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অতএব তাঁর বিজয় সুনিশ্চিত। তাঁর সাথে ভোটের মাঠে নেমেছেন তৃনমূল বিএনপির মাহবুবুল আলম( সোনালীআশ) বিএনএফ এর মো. জোবায়ের হোসেন(টেলিভিশন) ও জাতীয় পার্টি র মো. মহসীন হাওলাদার (লাঙ্গল)। বাউফলে পুরুষ ১৪৯৭৬৪ জন ও মহিলা ১৪৩৫৫৯ জন এবং হিজড়া ১ জন সহ মোট ২৯৩৩২৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।