
দ্বাদশ সংসদ নির্বাচনে জিততে শেষ মূহুর্তে ঘাম ঝড়াছে পটুয়াখালী-৩ ও৪ আসনের সতন্ত্র(ঈগল) প্রার্থী। বসে নেই পটুয়াখালী- ৪ আসনের আরেক সতন্ত্র (ট্রাকের) প্রার্থী।উক্ত দুই আসনের সতন্ত্র প্রার্থীরা বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কে হারিয়ে জিতে সংসদে যেতে চায়। এ দু’ আসনে যারা ভোট যুদ্ধে মাঠে লড়াই করছেন তাঁরা হলেন, ১১৩ পটুয়াখালী- ৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা( নৌকা), জাতীয় পার্টির মোঃ নজরুল ইসলাম( লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ছাইফুর রহমান( আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম( একতারা),বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেঃ জেনারেল আবুল হোসেন (ঈগল)।
১১৪ পটুয়াখালী,- ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান( নৌকা),জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার( লাঙ্গল) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (মশাল),বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন (ডাব) ও স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার (ঈগল) ও আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন (ট্রাক)। পটুয়াখালী-৩ আসনে পুরুষ ১৭৭১৫৪ জন ও মহিলা ১৭৫১০৫ জন এবং হিজড়া২জন মোট৩৫২২৬১ জন ও পটুয়াখালী -৪ আসনে পুরুষ ১৪৬৮৬১জন ও মহিলা ১৪৩৮২৪ জন এবং হিজড়া ৩ জন সহ মোট ২৯০৬৮৮ জন ভোটার বৃন্দ তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।