
আগামী ৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৫, লক্ষ্মীপুর ২(সদর আংশিক) আসনের নৌকা মার্কার মনোনীত এমপি প্রার্থী এ্যাড নুর উদ্দিন চৌধুরী নয়ন তার জনসভায় বলেছেন, নৌকা বিজয় হলে দেশের ব্যাপক উন্নয়ন হয় আর স্বতন্ত্র প্রার্থী হচ্ছে ছাগলের তিন নাম্বার বাচ্চা। ছাগলের তিন নাম্বার বাচ্চা যেমন দুধ খেতে পায়না তেমনি স্বতন্ত্র প্রার্থী বিজয় হলেও জণগণের কোন উন্নয়ন করতে পারবে না। তাই
নৌকা উন্নয়নই একমাত্র বিজয়ের ভরসা। নৌকা বিজয় হলে দেশে পদ্মা সেতু হয়। নৌকা বিজয় হলে দেশের মানুষের উন্নয়ন হয়। নৌকা বিজয় হলে দেশের রাস্তা -ঘাট নির্মাণ সহ সকল উন্নয়ন হয়। তাই উন্নয়নই নৌকা বিজয়ের একমাত্র ভরসা।
৪ জানুয়ারি ( বৃহস্পতিবার) রায়পুর পৌর আওয়ামিলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রায়পুর বাসটার্মিনাল জামেমসজিদের সামনে লক্ষ্মীপুর ২ আসনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন কে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে নির্বাচনী সভায় একথা বলেন।
অপরদিকে রায়পুর পৌর আওয়ামিলীগের সভাপতি কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহ বলেন, “নৌকা মার্কায় ভোট দিলে জনগণের উন্নয়ন হয়। নৌকা মার্কায় ভোট দিলে জনগণ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সহ সকল ভাতা পায়, নৌকার বিকল্প তাই নৌকা ছাড়া আর কিছু নাই। জণগণ বিপুল ভোটে নৌকায় ভোট দিয়ে আবারও নৌকার মাঝি নয়নকেই বিজয় করবে। ”
এসময়ে পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, ” নৌকা যে পরিমাণ দেশের উন্নয়ন করেছে তাতে আমার বিশ্বাস জণগণ আবারও নৌকা মার্কায় ভোট দিবেন । ”
এসময় উপস্থিত ছিলেন, মামুনুর রশীদ ( উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ), আবু সায়েদ জুটন( রায়পুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক), এডভোকেট মিজানুর রহমান (জেলা আওয়ামীলীগের সদস্য), এডভোকেট মারুফ বিন জাকারিয়া ও তানভীর হায়দার রিংকু ( উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক), রফিকুল হায়দার বাবুল পাঠান ( উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক), রুবেল ভাট ( মেয়র রায়পুর পৌরসভা), রায়পুর উপজেলার আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রায় দশ হাজার জণগণ ও সাংবাদিক বৃন্দ।