প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া ডিবি পরিচয়ে ছিনতাই: র্যাবের হাতে গ্রেফতার ৬

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইসহ ছিনতাইকারী চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের দুই ভাই শেখ অবুজ (২৫) ও শেখ সবুজ(২৮), শহরের কান্দিপাড়ার পিয়াস (৩০), শিপন মিয়া (২৮), সুলতানপুরের হৃদয় (২৩) ও আওয়াল মিয়া (৪০)।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর থেকে একটি পিকআপ ভ্যান ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারির দিকে যাচ্ছিল। পথে ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলযোগে এসে পিকআপ ভ্যানের গতিরোধ করেন। পরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপসহ চালককে অপহরণ করে নিয়ে যান। তারা চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে আরও প্রায় ৪০ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় মামলার পর তদন্ত শুরু করে র্যাব। পরে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.