ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও’র কেন্দ্রিয় নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে শহরের টেংকের পাড় থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক বলেন, ছাত্রলীগের মিছিল থেকে এই হামলা হয়েছে। দ্রুতই জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।