
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার মারা গেছেন। এডিসি জ্যোতির্ময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা সহকর্মীদের। তিনি বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যায়। রাত ১০টার দিকে ডিএমপির পরিবহন বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার এতথ্য জানিয়েছেন।
জিয়াউল আহসান জানান, এডিসি জ্যোতির্ময় তার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ের বিশ্রাম রুমে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ডিআই/এসকে