প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ
বাগমারায় জমি জবর দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ

রাজশাহীর বাগমারায় জমি জবর দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার নরদাশ ইউনিয়নে সাঁইধারা গ্রামের।
রাজশাহী কোর্টের মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁইধারা গ্রামের মৃত হাসান আলী প্রাং এর ছেলে বাদী সাইফুল ইসলাম হেবা দলিলমূলে বিবাদমান জমিজমা প্রায় দুই যুগ ধরে ভোগদখল করে আসছেন।
হঠাৎ আসাদুজ্জামান দিগর গত ৩রা নভেম্বর ২০২৩ সালে কয়েকটি দাগে জমিজমা জবর দখল এবং জোরপূর্বক বাড়ী নির্মাণ করতে থাকেন।
৬ই নভেম্বর সাইফুল ইসলাম নিরুপায় হয়ে রাজশাহী কোর্টে ১৪৪/১৪৫ কার্য বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে মামলা করেন।
সে মোতাবেক কোর্টের আদিষ্ট হয়ে বাগমারা থানা পুলিশ ১৪৪ ধারা জারি করেন।
তার পরও আবুল কাশেমের ছেলে বিবাদী আসাদুজ্জামান ৪৪ ধারা ভঙ্গ করে বাড়ী নির্মাণ করতে থাকেন।
নানা ভাবে মামলার বাদীকে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন বলে সূত্র জানায়। ফলে আসাদুজ্জামান, কামরুজ্জামান, হানিফ উদ্দীন সকলের পিতা আবুল কাশেম, হাসান আলী হাসু প্রামানিকের ছেলে আবুল কাশেম, কাশেমের স্ত্রী সানোয়ারা বিবি সহ অজ্ঞাত ১০/১২ জনকে বিবাদী করে রাজশাহী কোর্টে মামলা করেন, ভিকটিম সাইফুল ইসলাম।
আসাদুজ্জামান জোরপূর্বক ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ী নির্মাণ করায়, নিরুপায় হয়ে ভিকটিম পুনঃরায় কোর্ট অবমাননা অভিযোগে ১৮৮ ধারায় গত ১৬ই নভেম্বর ২০২৩ সালে কোর্টে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত উক্ত মোকদ্দমায় বিবাদমানস্থানে যে কোন স্থাপনা নির্মাণে স্থিতিবস্থা জারি করেছেন। তারপরও গোপনে, প্রকাশ্যে বাড়ী নির্মাণ অব্যাহত রেখে রেখেছেন মামলার আসামী আসাদুজ্জামান।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সরজমিন উপস্থিত হলে আসাদুজ্জামানকে পাওয়া যায়নি। আসাদুজ্জামানের স্ত্রী পরিচয়দানকারী এক মহিলা সংবাদকর্মীদের বিষয়টি মিমাংশার আহবান জানান।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই তদন্ত কর্মকর্তা আঃ মাজেদ মুঠোফোনে এ প্রতিবেদক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, মোকদ্দমা শেষ না হওয়া পর্যন্ত সেখানে বাড়ী নির্মাণ করতে বারণ করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.