প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
শেরপুর -৩ আসনে ট্রাক মার্কার নির্বাচনী পথসভায় জনতার ঢল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এর ট্রাক মার্কার নির্বাচনী পথসভায় জনতার ঢল নেমেছেন। জানাগেছে,স্বাধীনতার ৫৩বছরে ক্ষমতাশীল রাজনৈতিক দলগুলো এ আসনটিতে সবসময় শ্রীবরদী উপজেলার প্রার্থীদেরকেই দলীয় মনোনয়ন দেয়।
তাই ঝিনাইগাতী উপজেলার মাটিতে কোনদিন এমপি নির্বাচিত হয়নি। এবং এ উপজেলার মানুষ এখনো এমপির স্বাদ উপভোগ করতে পারেনি। এদিকে ঝিনাইগাতী উপজেলার জনসাধারণ ভেবেছিলেন ৫৩বছরের রেকর্ড ভেঙে নেত্রী এবার এ উপজেলার প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে দলীয় মনোনয়ন দিবেন।
কিন্তু এ উপজেলার মানুষ এবারো দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে, উপজেলা আওয়ামী লীগের ৪বারের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে নির্বাচিত করার জন্য ঐক্যের ডাক দেয়। ৪জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায় ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার সমর্থনে পথসভায় জনসমুদ্রে পরিনত হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.