
রাজশাহীর তানোরে গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সভায় উপজেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাম রাব্বানীর কাঁচি প্রতিকে সমর্থন নেয়া ইগোল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার, তানোর উপজেলা আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, তানোর পৌর মেয়র ইমরুল হক, তানোর উপজেলা আ’ লীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা আ’ লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার।
তানোর উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শরিফুল ইসলাম, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, যুবলীগ নেতা সোহেল রানা প্রমুখ। সভায় বিপুল সংখ্যক জনসাধারণ ও কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন।