
আসন্ন দ্বাদশ সংসদ র্নিবাচনের বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত র্প্রাথী বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সভাপতি ও আওয়ামী লীগ জেলা সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এর র্নিবাচনী পথসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। এ সময় নৌকা র্মাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্নিবাচনী পথসভার মাঠ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় মোরেলগঞ্জ পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহি আঃ আজিজ মেমোরিয়াল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগ আয়োজিত র্নিবাচনী পথ সভায় পৌর মেয়র অ্যাড.মনিরুল হক তালুকদার এর সভাপতিত্বে পৌরসভা র্নিবাচন পরিচালনা কমিটি সদস্য সচিব সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন এর যৌথ সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪- আসনে নৌকার কান্ডারী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, গত সাড়ে ১৪ বছর জননেত্রী শেখ হাসিনা অবদানে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসসহ মানুষের জন্য ৫১ প্রকার ভাতা চালু, কৃষকদের স্বল্পমূল্যে সার ও বীজ বিতরন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের র্সবাধিক মূল্যায়ন সহ জনগনের ভাগ্যের পরির্বতন ঘটানো লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে । এই উন্নেয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। এ জন্য আগামী ৭ তারিখে পরিবারের সকলকে সাথে নিয়ে সকাল সকালে স্বতর্স্ফুতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনতার পক্ষের শক্তির র্মাকা নৌকা কে বিপুল
ভোটে বিজয়ী করবেন।
এসময়উপস্থিত ছিলেন, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, অবসর প্রাপ্ত অতিরিক্ত মহা পুলিশ পরির্দশক আব্দুর রহিম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর হালদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও জেলা
পরিষদ সদস্য এম, এমদাদুল হক, মহিলা আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সাধারন সম্পাদক শারমিন সুলতানা লিলি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সাজাহান আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, দানবীর বাবুসোমনাথ দে, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বাদশা ও সাইফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, রাসেল হাওলাদার, শ্রমিক লীগ সভাপতি জালাল উদ্দিন তালুকদার আবদুর রহিম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মনা, পৌর যুগ্ন আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদশা, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি সাইফুল ইসলাম রুবেল , পৌর ছাত্রলীগ সভাপতি শেখ মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক
মোস্তাক বিল্লাহ রুপম, ,মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবুফয়েজ নিশাদ, এস এম কলেজ ছাত্রলীগ সভাপতি বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম সহ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগ ও শরণখোলা আওয়ামী লীগের বিভিন্ন র্পযায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে বাগেরহাটের-৪ আসনের র্নিবাচনীয় প্রচারণার শেষ র্পযায়ে মোরেলগঞ্জ সদরের বিভিন্ন এলাকা ঘুড়ে ঘুড়ে মানুষের দ্বারে দ্বারে নৌকার পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ,নৌকার কান্ডারী এইচ এম বদিউজ্জামান সোহাগ