ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, বেতাগীতে থানায় জিডির আবেদন

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান তার নির্বাচনি প্রচারণায় বাঁধা ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ও সহকারি রিটানির্ং অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে লিখিত এ আবেদন এবং বেতাগী প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট অভিযোগ কালে অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘আমি গত ৩০ ডিসেম্বর বিকেল ৫ টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের শান্তি নগর বাজারে অবস্থান কালে থার্টি ফাস্ট নাইট উদযাপন করা উপলক্ষে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান, বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (টুটুল মৃধা) ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হারুন মল্লিকের নেতৃত্বে কিছু টাকা দাবি করে কিন্ত আমি টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় অদ্য পর্যন্ত আমাকে দেখলেই উস্কানি মূলক বক্তব্য দেয় এবং নৌকা নৌকা বলে আমার পথ রুদ্ধ করে চার পাশ ঘিরে শ্লোগান অব্যাহত রেখে আমার প্রচার কাজে বিঘœ ঘটায়।
এতে আরও উল্লেখ করা হয়, অদ্য ৩ জানুয়ারি রাত ১ ঘটিকার সময় আমার ঘরের ভেতর ইন্টারনেট সংযোগ না পাওয়ায় ফেইসবুকে প্রচার কার্যের স্বার্থে একটি ভিডিও পোস্ট করার নিমিত্তে বাহিরে এসে মোবাইল অন করতেই দেখতে পাই আমার বাড়ির চারদিকে কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসী ঘুরাঘুির করছে। ঐ সময় আধো আলোতে দেখতে পাই তাহাদের হাতে পিস্তল, লাঠি, রামদাসহ দেশিয় অস্ত্র। অতএব ভয়ে আমি জীবন বাঁচানোর স্বার্থে ঘরে প্রবেশ করি।
এমতাবস্থায় আমি,আমার আত্মীয় স্বজন ও কর্মীদের জীবন এবং মালামাল নিয়ে চরম সংশয় ও নিরাপত্তহীনতার মধ্যে আছি। যেকোন মুহূর্তে আমি, আমার আত্মীয় স্বজন ও আমার কর্মীদের অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন। তাই উল্লেখিত বিষয়টি বেতাগী থানায় সাধারণ ডায়েরীভূক্ত করার জন্য প্রার্থণা করছি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দ্বাদশ সংসদ নির্বাচনের রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে একই আবেদন ও বক্তব্য উপস্থাপন করে।
উপজেলার বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (টুটুল মৃধা) বলেন, তার সাথে আমাদের কোন বিরোধ নেই। তবে যে টুকু ঘটেছে তিনি (ডাব প্রার্থী) নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের পরেও প্রচাণাকার্য চালানোর কারণে শান্তি নগর বাজারে একই জায়গায় নৌকা মার্কার কর্মিরা তার দেখাদেখি প্রচাণার চেষ্টা করলে তাদেরকে নিবারণ করি,এই টুকুই। ডাব মার্কার প্রার্থী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের অজুহাতে নির্বাচন থেকে সরে দা্ড়াঁনোর পায়তারা করছে।
এ অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, অভিযোগটি আদৌ সত্য নয়। অভিযোগকারী ও আমরা একই এলাকার লোক ও আত্মীয়স্বজন। তার আমাদের সুসম্পর্ক রয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান বলেন, এবিষয় যাচাই –বাচাই করে আমরা ব্যবস্থা নোবো এবং একই আবেদন রিটানির্ং অফিসারের কাছে করায় তিনি তাদেরকে ডাকেন এবং সেখানে বসে আমরা বিষয়টির মীমাংসা করে দেই।
এ বিষয় দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারি রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ জানান, অভিযোগের পর সরেজমিনে পুলিশ পাঠানো হয় এবং তাদেরকে ডেকে আর যাতে কোন ধরনের বারাবাড়ি না হয় এ জন্য সতর্ক করে দেওয়া হয়েছে এবং সন্ধ্যা ৬টাও তারা এসেছিলো ভোটের দিন ভোট দিয়ে তারা এলাকায় থাকবেন না এই মর্মে স্বীকারোক্তি নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ