নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুকে শোকজ করেছেন গাইবান্ধা নির্বাচন অনুসন্ধান কমিটি।বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ ওবায়দুল হক রুমি এ নোটিশ প্রদান করেন। একইসঙ্গে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সহকারী জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানেরও নির্দেশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়, গতকাল মঙ্গলবার লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে উপজেলার বেলকা ইউনিয়নে নির্বাচনী পথসভা হয়। পথসভায় বক্তব্য প্রদানকালে উপজেলা চেয়ারম্যান বলেন, “মামার বাড়ির আবদার চলবে না। আমরা বুদ্ধিজীবিরা এ উপজেলায় এখনও সভ্য সুশীল সমাজ মারা যাইনি। কোন বিদেশিনীকে, কোন অতিথি পাখিকে (স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার) আমরা এ সুন্দরগঞ্জের এমপি বানাবো না।যখন শীত আসবে.বাংলাদেশে দেখবেন সাইবেরিয়ান বার্ডেরা সারা পৃথিবী থেকে এসে খাদ্য অন্বেষণে আসবে। খাদ্য অন্বেষণ, শীত শেষ হয়ে যাবে, তারা আবার সাইবেরিয়ার বার্ড পাখিরা আবার গন্তব্যস্থলে যাবে। ওইসব পাখিকে স্থান দিবেন না প্রাণপ্রিয় বন্ধুগণ। আপনারা ভুল করবেন। সাইবেরিয়ান বার্ড যে পাখিগুলো আমরা বিভিন্ন সময় বন্দুক দিয়ে শিকার করি। তাই বলতে চাই কোন অতিথি পাখিকে মূল্যায়ন করবেন না।”
এসব বক্তব্যের মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) নং-এর বিধান লঙ্ঘন করেছেন।এমতাবস্থায়, আপনি কেন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর উল্লেখিত বিধানাবলী লঙ্ঘন করেছেন তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ০৪/০১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকার সময় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য The Representation of the People Order, 1972 (P.O. No. 155 of 1972) এর অনুচ্ছেদ 91A এর 5(a) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশ প্রদান করা হলো।