
রাজধানীর গুলশান-১ নম্বরে বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৪২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান,গুলশান-১ নম্বর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের অগ্নিকাণ্ডের খবরে পাওয়া যায় বেলা ১টা ৪২ মিনিটে। খবর পাওয়া সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশনকে জানানো হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুনের নির্বাপণে কাজ করছে দুটি ইউনিট।
ডিআই/এসকে