
রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টায় জড়িত সন্ত্রাসী গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’র অন্যতম মূলহোতা টাকলা হায়াতসহ নয়জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল ‘কবজি কাটা গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী গ্যাং গ্রুপ। গ্রুপের মূলহোতা টাকলা হায়াতসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, কবজি কাটা গ্রুপটি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছিল। এমন অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কবজি কাটা গ্রুপের বিষয়ে আজ (৪ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা।
ডিআই/এসকে