
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় দক্ষিণা পৈতলা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছিলেন।
আজ বুধবার বিকেলে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবী জানান। এ সময় প্রধানমন্ত্রী উপস্থাপিত সকল দাবী মনযোগ সহকারে শুনেন। পরে প্রধানমন্ত্রী আগামী ৭ জানুয়ারী নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
শহরের দক্ষিণ পৈরতলা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল নির্বাচনীয় জনসভায় উপস্থিত হয়।
এদিকে জনসভা উপলক্ষে জেলার নয়টি উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিলসহ ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় স্থলে উপস্থিত হয়। এতে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।