
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে আজ মহাসমাবেশ হয়েছে এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছয়টি আসনের আওয়ামী লীগ প্রার্থীরা বিভিন্ন নেতাকর্মীরা কানায় কানায় মাঠ ভরে যায় নেতাকর্মীদের আগমনে দেখা যায় চোখে পড়ার মতো দেখা মিলে নারীদের মিছিল সহ উপস্থিতি বিভিন্ন এলাকা মহল্লা এবং উপজেলা থেকে মিছিল নিয়ে (৩ জানুয়ারি২০২৪) বুধবার সকাল থেকেই একের পর এক নৌকা প্রতীকের সমর্থকদের পিস্টন,ব্যানার হাতে নিয়ে আসতে শুরু করে মাঠে নেতাকর্মীর।
এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দক্ষিণ পৈরতলা থেকে এক বিশাল মিছিল নিয়ে সাবেক জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল ও মোহাম্মদ খালেক এর নেতৃত্বে, শহরের শিমরাইলকান্দি থেকে সাবেক জেলা ছাত্রলীগ নেতা জুম্মানের নেতৃত্বে মিছিল। এরকম বিশাল বিশাল মিছিল নিয়ে আসে মাঠে নেতাকর্মীরা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলী, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবং (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) ৩ আসনের তিনবারের সংসদ সদস্য র,অ,ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি প্রধানমন্ত্রীর কাছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল এবং কৃষি ইনস্টিটিউট সহ বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন এতে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন এবং সাত জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান করেন এবং ভোট চান সকলের কাছে।
এতে উপস্থিত ছিলেন কসবা আখাউড়া( ৪) আসনের আইনমন্ত্রী আনিসুল হক এমপি , নাসিরনগর (১) ফরহাদুল ইসলাম সংগ্রাম এমপি, (২)সরাইল ও আশুগঞ্জ দুই সংসদের শাহজাহান আলম সাজো এমপি, সদর বিজয়নগর ( ৩)আসনের র,অ,ম উবায়দুল মুক্তাদীর চৌধুরী এমপি, বাঞ্ছারামপুর আসনের (৬) এমপি ক্যাপ্টেন তাজুল ইসলাম, নবীনগর (৫) সংসদ সদস্য এমপি বাদল ও জেলা উপজেলা বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।