
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এর চোখের ঘুম কেড়ে নিয়েছেন হ্যামিলনের বাঁশিওয়ালা সমতুল্য ডাবের প্রার্থী।এ আসনে ৬জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে ডাবের সাথে লড়াই করে জিততে হবে লাঙ্গলের প্রার্থীকে।
ফলে ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এর কপালে চিন্তার ভাজ পড়েছে ডাবের প্রার্থী কে নিয়ে।নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ডাবের প্রার্থীর ততই প্রচার -প্রচারণা বাড়ছে। তাতেই লাঙ্গলের প্রার্থীর হাসি মুখ কালো মেঘে ডাকা পড়ছে।
পটুয়াখালী -১( পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেএম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু(মশাল),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের এ্যাড,মহিউদ্দিন মামুন(ছড়ি),তরিকত ফেডারেশন( বিটিএফ)’র মো.খলিল ( ফুলের মালা),ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)র মো. নজরুল ইসলাম (আম) ও বাংলাদেশ কংগ্রেস’র নাসির উদ্দিন তালুকদার (ডাব) একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উক্ত আসনে ২৩৮৪১৩ জন পুরুষ ও ২৩৪৮৩৪ জন মহিলা এবং ৭ জন হিজড়া সহ মোট ৪৭৩২৫৭ জন ভোটার রয়েছেন। তাঁরা ৭ জানুয়ারি ভোটের দিন তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।এখন দেখার পালা এ আসনে ভোট শেষে কে হাসে।