
রাজশাহীর তানোরে পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেছেন তানোর পৌর আ’ লীগ সাধারন সম্পাদক আবুল বাসার সুজন।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি তানোর পৌর সভার ৪,৫,৬ ও ৭নং ওয়ার্ড এলাকার বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।
তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদেরকে নৌকা প্রতিকে ভোট দেয়ার উদার্থ আহবান জানান। তিনি বলেন, আপনারা ভোট দিয়ে ফারুক চৌধুরীকে বারবার এমপি নির্বাচিত করেছেন।
তিনি ভোটারদের বলেন, ফারুক চৌধুরী আপনাদেরকে সন্ত্রাস মুক্ত, দালাল মুক্ত এবং উন্নয়ন উপহার দিয়েছেন। উন্নয়নের সার্থে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি উদার্থ আহবান জানান তিনি।
এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইটসহ সংশ্লিষ্ট স্থানীয় নেতা-কর্মি ও সমর্থকরা।