
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-৯৩ এক আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টানা তিন বারের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ জানুয়ারি) কালিয়া উপজেলার আওয়ামীলীগের আয়োজনে বিকাল ৪ টায় চাচুড়ি বাবুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ এর সভাপতিত্বে এবং কালিয়া পৌর-মেয়র ওহিদুজ্জামান হিরার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-৯৩ এক আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস।
এসময় আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবাশিষ কুন্ডু মিঠুল, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ইনামুল হক টুকু, জেলা আওয়ামীলীগ নেতা এমদাদুল হক, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বছির, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যকালে কবিরুল হক মুক্তি নৌকা প্রতীকে চেয়ে বলেন, দেশে এখন একটা যুদ্ধ চলছে স্বাধীনতার স্বপক্ষের আর স্বাধীনতার বিপক্ষে আগামী ৭জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের দলকে জয়যুক্ত করার আহবান জানান।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, পুলিশকে সাপের মত পিটিয়ে হত্যা করে, সন্তানকে বুকে আগলে বসে থাকা একজন মাকে গান পাউডারে পোড়ানো যে দগ্ধ বীভৎস চিত্র কোনো সভ্য দেশে, কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল মানুষকে পুড়িয়ে মেরে কোন রাজনীতি বাস্তবায়ন করছে? ওই ট্রেনে, ওই বাসে কি সরকারের মন্ত্রী ছিল, না সরকারের এমপি ছিল? ওই ট্রেনে ওই বাসে তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত-বিএনপিসহ সব রাজনৈতিক দল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ সব ধর্মের মানুষই চলাচল করে, তাহলে আপনারা কাদের মারার জন্য ওই বাসে, ট্রেনে আগুন দিচ্ছেন, গান পাউডার মারছেন? আপনাদের নেতা লন্ডনে বসে আয়েশি জীবন-যাপন করছে আর আপনাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
আপনারা যারা জামায়াত-বিএনপি করেন আপনাদের রাজনীতিবিদদের কাছে জিজ্ঞাসা করবেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সধারন জনতার ঢল নামে সমাবেশ স্থলে।