
কালিগঞ্জ ব্যুরো,
কালিগঞ্জে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়েছে ট্রাকের ড্রাইভার সহ ২জন। থানা পুলিশ পরিবহন ও ট্রাক জব্দ করেছেন। থানা ও সরেজমিন সূত্রে জানা গেছে, বুধবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টায় শ্যামনগর ও কালিগঞ্জ মহাসড়কের দুদলির নতুনহাট নামক স্থানে দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহাতরা হলেন কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের আব্দুর রাশেদের ছেলে বাবু (৩০) ও মৃত গোলাম রব্বানীর ছেলে আসাদুল ইসলাম (২৮)। ট্রাক (যশোর ড ১১- ০৪২০) ও জয় পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫- ৯৯৯২) এর মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পরিবহনের চালক ও হেল্পার পালিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।