1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টমার্টিনে পরিবেশ রক্ষা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা বরগুনায় প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায়কালে আটক ১ যৌথ বাহিনীর অভিযান: সাতদিনে গ্রেফতার ৩২৮ গণঅভ্যুত্থানের ১২ মামলার চার্জশিট দিলো পুলিশ নওগাঁর সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার এর বিরুদ্ধে দুদকের মামলা কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে মাদক-চোরাচালান রুখতে বিজিবির সচেতনতা সভা:আহত ৬ জনকে আর্থিক সহায়তা নকলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সদ্য বিবাহিত মানসিক ভারসাম্যহীন লাভলী নিখোঁজ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৩ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোছাঃ লাভলী বেগম (২৭) (মানুষিক ভারসাম্যহীন), স্বামী: মোঃ সামাদ মিয়া (৫০), পিতা- মৃত:পেনাত উল্লা, গ্রাম: বানুরখামার (আমীনমোড়), ওয়ার্ড নং: ০৭, পৌরসভা: নাগেশ্বরী, উপজেলা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম। সেই মানসিক ভারসাম্যহীন লাভলী বেগম এবার নিখোঁজ হয়েছে গত কয়েকদিন থেকে।

মানুষিক ভারসাম্যহীন লাভলী বেগম গত- ২০-০৬-২০২৫খ্রিঃ বিকাল ৩টার সময় তার স্বামীর বাড়ি থেকে বের হয়ে যায়। এখনো তাকে পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল প্যটিকোট ও গায়ে মেছকি। ছবি সংযুক্ত। কেউ কোন সন্ধান পেলে নিম্নে নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো:
মোঃ সামাদ মিয়া অথবা শহিদুল ইসলাম- 01321513976
অথবা,এম এস সাগর, সভাপতি- প্রেসক্লাব উত্তর ধরলা, বানুরখামার (লেকসিটি), নাগেশ্বরী, কুড়িগ্রাম। 01711753599

জানা গেছে, “কুড়িগ্রামে স্বামীর নির্মম অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে এখন পাগল লাভলী বেগম’ শিরোনামে গত; ২২-০৩-২০২৫খ্রিঃ এটিএন নিউজে একটি (প্যাকেজ) সংবাদ প্রচারিত হলে মানসিক ভারসাম্যহীন ও অন্তঃসত্তা লাভলী বেগমের সন্তানপ্রসব ও উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত- ১৫-০৪-২০২৫খ্রিঃ লাভলী বেগমের এক পুত্র সন্তান প্রসব হয় এবং লাভলীর মানুষিক স্মৃতি কিছুটা ফিরে আসে। (লাভলী বেগম (২৭), পিতা- মৃত: বাবলু মিয়া, মোছা: সিতারা বেগম, গ্রাম- সটিবাড়ী বড়দারগা, উপজেলা-পিরগঞ্জ, জেলা- রংপুর) নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সার্বিক সহযোগিতায় লাভলী বেগম ও তার শিশু সন্তান মোঃ সাজ্জাদ হোসেন (নয়ন) ভবিষ্যত ভালো থাকার জন্য লাভলী বেগমের সাথে গত-২৪-৫-২০২৫খ্রিঃ মোঃ সামাদ মিয়া, গ্রাম: পিতা- মৃত:পেনাত উল্লা, গ্রাম: বানুরখামার (আমীনমোড়), ওয়ার্ড নং: ০৭, পৌরসভা: নাগেশ্বরী, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম বিবাহ সম্পন্ন হয়। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সকল অর্থ ব্যয় করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। নাগেশ্বরী সমাজ সেবা অফিসার, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন। বিবাহের পর লাভলী বেগম কে স্ত্রী ও শিশু সন্তান মোঃ সাজ্জাদ হোসেন (নয়ন) কে নিজের পুত্রের পরিচয় দিয়ে ঘরে তোলেন সামাদ মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com