
রাজশাহীর তানোর পৌর এলাকার ১নং ওয়ার্ডের সুমাসপুর মহল্লায় উঠান বৈঠকে নৌকায় ভোট চাইলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পুত্র ও কন্যা। তারা তাদের বক্তব্যে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি উদার্থ আহবান জানান। এঘটনায় ভোটারদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোটাররা বলছেন, সাংসদ ফারুক চৌধুরী গত ১৫ বছরে তার কন্যা ও পুত্রকে রাজনীতি থেকে আড়ালে রেখে জনগনের সেবা করেছেন এবং করছেন। উন্নয়নের সার্থে এবং সন্ত্রসী মুক্ত ও শান্তিপূর্ণ তানোর গড়তে তারা আবারো নৌকায় ভোট দিবেন বলে জানান ভোটাররা।
বুধবার বিকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি’র উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। উক্ত উঠান বৈঠক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ। এসময় স্নেথানীয় নেতা-কর্মি ও বিপুল সংখ্যক সমর্থক ও নারী পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।
পরে কলমা ইউপির বিভিন্ন এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠক উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পুত্র ও কন্যা। একই সাথে বিভিন্ন এলাকায় আ’ লীগ দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা নিজ নিজ এলাকার বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।
অপর দিকে স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী তানোর থানা মোড়, কামারগাঁ ইউপি ও তানোর পৌর এলাকার তালন্দ বাজারে জনসংযোগ করে কাঁচি প্রতিকে ভোট প্রার্থনা করেছেন।