রাজধানীর ওয়ারী এলাকায় ট্রাক চাপা দিয়ে প্রাইভেটকার চালক মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামী ট্রাক চালক শামীম গাজীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম।
তিনি জানান, মগবাজার এলাকায় ভাড়াটিয়া বাসায় বাসবাসকারী মো. মহিউদ্দিন মাল (৩০) প্রাইভেটকার চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। মহিউদ্দিন গত ৮ নভেম্বর প্রাইভেটকার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আনুমানিক রাত সোয়া ১১ টার দিকে রাজধানীর ওয়ারীর চন্দ্রী চরণ বোস স্ট্রীট এলাকার পাকা রাস্তার উপর পৌছামাত্র পেছন থেকে মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মহিউদ্দিনের প্রাইভেটকারটিকে চাপা দেয়। এরপর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক চাপা দেওয়ায় প্রাইভেটকারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রাইভেটকারের চালক মহিউদ্দিন গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয় লোকজন ওয়ারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় মহিউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে মৃত মো. মহিউদ্দিন মালের ছোট ভাই মো. মিজান বাদী হয়ে ওয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু তখনও আসামী ছিলো অজ্ঞাত। পরে জানা যায়, সেই ট্রাকের চালক শামীম গাজী।
তিনি আরও জানান, শামীম গাজী সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মামলা হওয়ার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে