নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে র্যাব-১০ এর অভিযানে ৫২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে নতুন ব্রীজ এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দৌলতদিয়া এলাকার মো. বাচ্চু সরদার (৪৩) এবং দক্ষিণ দৌলতদিয়ার মো. লিটন সরদার (৩৮)।
সোমবার (২৩ জুন) সকালে র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল দুপুর ১২ টা ১০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নতুন ব্রীজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে আনুমানিক ২৬ হাজার টাকা মূল্যমানের ৫২ (বায়ান্ন) লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ বাচ্চু সরদার ও লিটন সরদারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে দেশীয় তৈরি চোলাইমদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে