
বরিশাল জেলার উজিরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ব্যপক আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা অফিস কার্যালয়ে সামনে শেষ হয়। পরে সমাজসেবা অফিস কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উজিরপুর উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।