
“সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২রা জানুয়ারি) নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলীর সভাপতিত্বে সকাল ৯ টায় এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা প্রশাসনিক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ, সাংবাদিক শাহজাহান ফকির, মাদ্রাসার মোহতামিম ওবায়দুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। এসময় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের বিভিন্ন ইউনিয়ন সমাজকর্মী ও বিভিন্ন এতিমখানা মাদ্রাসার প্রধানগণ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।