
মোঃ কামরুজ্জামান হেলাল, জেলা প্রতিনিধি পটুয়াখালী প্রতিনিধি।
১১৩ পটুয়াখালী- ৩ (গলাচিপা-দশমিনা) আসনের এনপিপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ ছাইফুর রহমান ছাইদী (আম) নির্বাচনি ইশতেহার দিয়েছেন। তিনি এ প্রতিবেদক কে ডিজিটাল মাধ্যমে তাঁর দেয়া নির্বাচনি ইশতেহার এর বিষয় অবগত করেছেন।
ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি মনোনীত ও গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত পটুয়াখালী-৩ ( গলাচিপা ও দশমিনা)আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন,ইসলামিক স্কলার,মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা মোঃ ছাইফুর রহমান ছাইদী বি,এ অনার্স,এম,এ হাদীস,তাফসির,ফিকহ ৬ দফা নির্বাচনি ইশতেহার এর মধ্যে রয়েছে (১)গলাচিপা -দশমিনা উপজেলায় শিক্ষার মান্নোয়ন।(২)১ বছরের মাথায় গলাচিপা-হরিদেবপুর ব্রিজ নির্মাণ। ( ৩)গলাচিপা -দশমিনা উপজেলায় জেগে উঠা চর গুলোর মালিকানা পুনরুদ্ধার। (৪) চিকিৎসা সেবা সমস্যার সমাধান ও বাল্য বিবাহ দূরি করণ।(৫) সমৃদ্ধ সমাজ বির্নিমান ও সুশাসন নিশ্চিত করা এবং( ৬) ব্রিজ, কাল ভার্ট,রাস্তা বির্নিমানে বদ্ধপরিকর। পরিশেষে তিনি তাঁর নির্বাচনি এলাকার সকল শ্রেণি পেশার নানা সম্প্রদায়ের মানুষজনের কাছে আহবান জানিয়েছেন আম প্রতীক ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য।