দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষার্থে গত ১২ দিনে সারাদেশে ২৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর গত দুই মাসে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ২৪১টি।
সোমবার (১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন থেকে সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষার্থে গত ১২ দিনে সারাদেশে ২৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২ দিনে মামলা হয়েছে ২১৩টি।
এছাড়া গত নভেম্বর ও ডিসেম্বর দুই মাসে ২৪১টি আগ্নেয়াস্ত্রের উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ৪৫৬ জনকে।
বিএনপি নির্বাচন বর্জন করায় এবার নৌকার বিপরীতে আওয়ামী লীগের নেতারাই বেশিরভাগ জায়গায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং তাদেরই অভিযোগ নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এবারের নির্বাচনে অন্তত ২২০টি আসনে সাড়ে তিনশর বেশি স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে প্রার্থী হয়েছেন। এবার এমনও আসন আছে যেখানে নৌকার প্রার্থীর বিপরীতে চারজন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
ডিআই/এসকে