প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে গেড়ামারা সাদেক কোঃ প্রাঃ বিদ্যাঃ বই উৎসব

মিরসরাইয়ে গেড়ামারা ছাদেক কোম্পানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বছর ও শিক্ষা বর্ষের শুরতেই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা (ফরেস্ট অফিস) এলাকায় অবস্থিত গেড়ামারা সাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ যুব ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইকবাল ফারাবী'র সঞ্চালনায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন অনির্বাণ যুব ক্লাবের অর্থ সম্পাদক মোঃ তারেক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম মামুন, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, গেড়ামারা সাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু আছে যেখানে ১১৫ জন শিক্ষার্থী, পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা ও ১জন পিয়ন রয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.