
বরিশাল জেলার উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামের আঃ মানিক সিকদার(৭৫)বার্ধক্যজনিত কারনে নীজ বাড়িতে গত রবিবার বিকেল ৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লা..……….রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১ জানুয়ারি সকাল ১০ টায় দামোদরকাঠী গ্রামে মসজিদ মাঠে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম এর নের্তৃত্বে উজিরপুর মডেল থানার একদল চৌকস পুলিশের টিম মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হকসহ একাধিক মুক্তিযোদ্ধা। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন আবেগে আপ্লূত হয়ে পরেন।