
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল লিংক ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় অটো রিকশা চালকসহ দুই জন নিহত হয়।
পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে উক্ত এলাকায় ঢাকাগামী একটি ট্রাক অটোরিক্সা (সিএনজি) কে চাপা দিলে ঘটনাস্থলেইঅটোরিক্সা চালক নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় অটোরিক্সা যাত্রী রনি মিয়া ও রিপন মিয়াকে ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে নেওয়ার পথে রনি মিয়া মারা যায়।
নিহতরা হচ্ছেন অটোরিক্সা চালক হামিদ মিয়া (৩০) ও যাত্রী মঈন উদ্দিন মিয়া রনি (২০) নিহত অপর যাত্রী রিপন মিয়া (২৪) গুরুত্বর আহত হয়েছে। নিহত হামিদ মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে এবং রনি একই এলাকার আব্দুল হাই এর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ-বদরুল কবির জানান, একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে দু’জন নিহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন নেওয়া হচ্ছে।