
রাজশাহীর তানোরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন। সোমবার সকালে তিনি তানোর সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজ, তানোর পৌর সভা উচ্চ বিদ্যালয়, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও তানোর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওছার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ মায়েরা উপস্থিত ছিলেন।