
মানবিক বোধসম্পন্ন মানুষ তৈরি করানোই আমাদের লক্ষ্য ।’ এই প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে জাহানাবাদ শতফুল স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এর পূর্বে ৭ম তলা বিশিষ্ট নতুন ত্রি-তল ভবনের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারো ঘটিকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও শতফুল বাংলাদেশ এর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো: সফিকুল ইসলাম পরিকল্পনা মন্ত্রণালয় ঢাকা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। সভায় বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী সহ অন্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতন নেসা, কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর মুক্তা সহ সভায় দেশী-বিদেশী মেহমানরা উপস্থিত ছিলেন।