
পটুয়াখালী-৩ (গলাচিপা -দশমিনা) আসনের সংসদ সদস্য ও তাঁর সমর্থক আমখোলা ইউপির চেয়ারম্যান এবং ডাকুয়া ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় তাদের নিকট ব্যাখা চাওয়ার চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। সুত্রে জানা গেছে, ইতিমধ্যে তাদের নিকট চেয়ারম্যান, নির্বাচনি অনুসন্ধান কমিটি ১১৩ পটুয়াখালী -৩(দশমিনা-গলাচিপা) এবং যুগ্ন জেলা ও দায়রা জজ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত -৩ পটুয়াখালী এর স্বাক্ষরিত পত্র পাঠানো হয়েছে। উক্ত পত্রের স্মারক নং-নি,আ,ক-১৪,১৫ ও ১৬ এবং নির্বাচনি অভিযোগ নং-০৫/২০২৩। এ পত্রে উল্লেখ করা হয়েছে সশরীরে অথবা তাদের ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধিদের মাধ্যমে উপরে উল্লেখিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এর নিকট লিখিত ব্যাখা প্রদানের জন্য তাদের কে কেনও আদেশ প্রদান করা হয়েছে।
সুত্রে আরও জানা গেছে, উক্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এর নিকট তাদের বা তাদের ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধিদের আগামীকাল ২জানুয়ারী মঙ্গলবার যথা সময়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য আদেশ প্রদান করা হয়েছে।প্রসঙ্গত: পটুয়াখালী- ৩ ( গলাচিপা -দশমিনা) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী এস এম শাহজাদা ( নৌকা) তিনি বর্তমানে এ আসনের সংসদ সদস্য। অন্যদিকে তাঁর সমর্থক হলেন, আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মনির ও ডাকুয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সত্যজিত রায়। তাদের ৩ জনকেই নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় ব্যাখা দিতে উক্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কর্তৃক চিঠি পত্র প্রেরণ করা হয়েছে।