
শরীয়তপরের ডামুড্যায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছবের প্রথমদিন নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।
সোমবার ( ১ জানুয়ারি) সকাল ১০ টায় ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘বই বিতরণ উৎসব’ এর মাধ্যমে এ বই বিতরণ করা হয়েছে। ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সুজিত কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, ডামুড্যা উপজেলা শিক্ষা অফিসার নুরুজ্জামান খান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন মোল্যা,আশেকুজ্জামান,রফিক বেপারী,লিয়াকত বেপারী প্রমুখ।
এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে বাধভাঙ্গা আনন্দ ছড়িয়ে পরেছে। তারা বলেন, আমরা নতুন বই পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা এখন থেকে নতুন বই প্রতিদিন পাঠ করবো এবং নিয়মিত স্কুল যাবো।