
থার্টি ফার্স্ট নাইট উদযাপনে উচ্চস্বরে গান-বাজনা ও শব্দদূষণের অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সারাদেশ থেকে নয় শতাধিক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এরমধ্যে ঢাকায় প্রায় আড়াইশো কল পেয়েছে ৯৯৯।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।
তিনি বলেন, গতকাল ৩১ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত উচ্চ শব্দে কল এসেছে ৫২৬ টি যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১০৭ জন। আর নতুন বছরের ১ জানুয়ারি রাত ১২ টা থেকে দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১৩০ জন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগ গুলো নিষ্পত্তি করে।
অপরদিকে ১ জানুয়ারি রাত ২ টায় ঢাকার ধানমন্ডী পুরাতন ২৮ নতুন ১৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে একজন কলার জানান তার পাশের বাড়ির সীমানা দেয়ালের ওপরে প্লাস্টিক শীটের ওপর ফানুস পড়ে আগুন লেগে গেছে। তবে এ ঘটনায় ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই কলার জানান, তারা নিজেরা আগুন নিভিয়ে ফেলেছেন এবং ফায়ার সার্ভিসের আর প্রয়োজন নেই।
ডিআই/এসকে