
সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিনামূল্যে বই উৎসবে বই বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন ।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ প্রমুখ।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, “নতুন বইয়ের ঘ্রাণ, নতুন বই পড়ে দেখা, এতে মলাট লাগানো এসবের আনন্দটাই আলাদা, তোমরা বই পড়বে এবং বইয়ের যত্ন নেবে”।
অপর দিকে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে বই বিতরণ করেন প্রধান শিক্ষক ময়নুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান মিজান, সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক আলহাজ্ব আবু শাহাদাৎ মোঃ মুছা, এমদাদুল হকসহ শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
এছাড়াও একই সময়ে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়, কাটলা উচ্চ বিদ্যালয়, শিবপুর উচ্চ বিদ্যালয়, একই মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়, দেবীপুর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে বই বিতরণী উৎসব পালিত হয়েছে।