
“উন্নয়ন অগ্রযাত্রায় পটুয়াখালী” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পহেলা জানুয়ারী পটুয়াখালী জেলা দিবস পালনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেস ক্লাবের আয়োজনে এ দিবস উদযাপনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি পটুয়াখালী প্রেস ক্লাব চত্ত্বর থেকে শুরু হয়ে এ শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে যথা স্থানে এসে শেষ হয়। পরে পটুয়াখালী প্রেস ক্লাবের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পটুয়াখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ জাফর খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ সাইদুল ইসলাম, বিপিএম,পিপিএম, জেলা পুলিশ সুপার, পটুয়াখালী।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান ও পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেস ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি স্বপন ব্যার্নাজী ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়া। পটুয়াখালী জেলা দিবস পালনে এসময় র্যালী ও আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( পটুয়াখালী সদর সার্কেল) সাজিদুল ইসলাম সজল ও পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সহ পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।