
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার ১১ তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে উক্ত ফলাফল প্রকাশ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিউল আজম মিলন, ১১ তম মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও সংগঠনের সহ-সভাপতি বাবু অসীম কুমার দত্ত, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূইয়া, সাবেক ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শহিদুল ইসলাম রিপন মাষ্টার, নাসির উদ্দীন, মোঃ ফারুক, নবাগত সদস্য আনিসুল হক শিমুল, শরীফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ নভেম্বর ১১তম জাগ্রত প্রতিভার মেধাবৃত্তি পরীক্ষায় মিরসরাই, ছাগলনাইয়া ও ফটিকছড়ি উপজেলার ১৩৬ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণির ১২ জন, তৃতীয় শ্রেণির ১২ জন, চতুর্থ শ্রেণির ১৩ জন ও পঞ্চম শ্রেণির ১৩ জন সহ সর্বমোট ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ১১তম মেধাবৃত্তি পরীক্ষায় ৪ টি পরীক্ষা কেন্দ্র যথাক্রমে- হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স, মিঠাছরা উচ্চ বিদ্যালয় ও মিঠাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৯ টি হলরুমে সংগঠনের সদস্য ও ১ জন শিক্ষক সহ ০২ জন করে ৬০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করে।