
পটুয়াখালীতে টাউন জৈনকাঠী যুব সমাজের উদ্যােগে বঙ্গবন্ধু ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন-২এর ফাইনাল খেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর রবিবার রাতে টাউন জৈনকাঠী যুব সমাজের আয়োজনে পটুয়াখালী শহরের হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথির বক্তব্য রেখে পুরস্কার বিতরণ করেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড,মোঃ সুলতান আহমেদ মৃধা,
সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা এবং সাবেক চেয়ারম্যান, পৌর সভা ও সদর উপজেলা পরিষদ,পটুয়াখালী।
এছাড়াও এসময় পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিজামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সাবেক মেয়র, পটুয়াখালী পৌর সভা ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা।
অন্যদিকে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পৌর সভার সংরক্ষিত আসন ১,২ ও৩নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ নাহিদা আকতার পারুল, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজের সাবেক উপঅধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন মৃধা,বাংলাদেশ আওয়ামী যুব লীগ,পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা,মহিলা আওয়ামী লীগ,
পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিতু সিকদার ও পটুয়াখালী পৌর সভার ১নং ওয়ার্ড শাখার বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক প্রমুখ।
উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় এ টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য মোঃ হাসান, সৈয়দ বেল্লাল, মোঃ রাব্বি ও রুমী প্রমুখ সহ স্হানীয় গন মান্য ব্যক্তি বর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় মায়ের দোয়া দল ও পলাশ স্মৃতি দল অংশ গ্রহন করেন। তাতে মায়ের দোয়া দল বিজয়ী হয়।