
প্রচার-প্রচারনায় জমজমাট হয়ে উঠেছে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী মাঠ। বসে নেই জাসদের প্রার্থীও। শনিবার সন্ধ্যা সাতটায় কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে বিশাল মিছিল বের করে মশাল প্রতীকের প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
এ সময় মশালের সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। এছাড়া শেষ বিকালে ওই একই স্থানে পৃথক উঠান বৈঠক করে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকরা। এদিকে রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে অনুষ্ঠিত হয় ট্রাক প্রতীকের উঠান বৈঠক। এ উঠান বৈঠকে শত শত মানুষ অংশগ্রহন করে।