
বরগুনার আমতলীতে ৫০জন ভিক্ষুকের ১ দিনের খাবারের ব্যবস্থা করলেন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আমতলী পৌরসভার হলরুমে জাহানারা লতিফ মোল্লা
ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন ভিক্ষুক অসহায় দারিদ্র পিড়িত মানুষকে ১ দিনের খাবার বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মো. মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে খাবার বাবদ নগদ অর্থ বিতরনে সময় উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর, কাউন্সিলর মো. মনিরুল ইসলাম . মহিলা কাউন্সিলর মোসা: লিপি বিশ্বাস, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মো. জাহিদ লিটন প্রমুখ।
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, সমাজের অসহায় দারিদ্র পীড়িত অসুস্থ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। এ ছাড়া পিছিয়ে পরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃওি ব্যবস্থা চালু করা হবে।
বেকার সমস্যা দূরীকরণ এবং কর্ম সংস্থান সৃস্টির লক্ষ ভবিষ্যতে কম্পিউটার এ্যান্ড দর্জি ট্রেনিং ইনস্টিটিউট করা হবে।