
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারী কলেজ অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলামকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার ( ৩১ ডিসেম্বর) ছিল তার চাকুরী জীবনের শেষ কর্মদিবস।এ দিন সকাল ১১ টায় কলেজ অডিটরিয়ামের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিনিয়র ও সহকারী অধ্যাপক মোহাম্মদ জাফর আলম।
প্রধান অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: জাকারিয়া। প্রধান আলোচক ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী,কলেজ প্রতিষ্টাতাদের অন্যতম উদ্যোক্তা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান,ড. মহিউদ্দিন, কলেজের কমিটির প্রাক্তন সদস্য উফোসা মার্মা, এডভোকেট ফরিদ উদ্দিন,প্রাক্তন উপাধ্যক্ষ বশির আহমদ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ, কলেজের সিনিয়র অধ্যাপক এমদাদুল্লাহ মো: ওসমান,অধ্যাপক মো: জসিম উদ্দিন,সহকারী অধ্যাপক মো:শাহ আলম ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক নিলুৎফল বড়ুয়া। সভা শেষে বিদায়ী এ শিক্ষককে কলেজ কতৃপক্ষ, কলেজ শিক্ষক পরিষদ ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংশ্লিষ্টরা।এ কলেজে যোগদানের আগে তিনি চকরিয়া তমিজিয়া আলিম মাদরাসায় আরবী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।