ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো ছিনতাইকৃত গাড়ি

দেশের জনপ্রিয় রাইড শেয়ার উবারের গাড়ি ভাড়া করে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি বলছে, ছিনতাকরা গাড়ি নিয়ে ফের রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করত এই চক্রটি। চলতি বছরের মে মাসের ১৯ তারিখ যাত্রীবেশে গাড়িটি ছিনতাই করা হয়। এরপর গত সাত মাস ধরে সেই গাড়ি ব্যবহার করে ছিনতাই করত তারা।

গাড়ি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- আবু ছালেক জুয়েল (৩৩), ২। মো. মিজানুর রহমান (৩৫), ৩। মো. সোহাগ হাওলাদার (৩৫)।

গতকাল রাজধানীর মিরপুরের পল্লবীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময়ে ছিনতাই হওয়া গাড়ি ও মোবাইল উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানানা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঢাকা শহরে উবার একটি জনপ্রিয় যানবাহন। দিনে রাতে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই মাধ্যমটি কিছু ছিনতাইকারী যাত্রী বেশে উঠে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এমনই চলতি বছরের ১৯ মে মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকায় যাত্রীবেশে একদল ছিনতাইকারী অ্যাপসের বাইরে উবার চালক মো. মাঈনুদ্দিনের গাড়ি ভাড়া করে। এরপর গাজীপুর চান্দরার এলাকায় যায়। এরপর সেখান থেকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেল এলাকায় এসে অস্ত্রের মুখে চালকের গাড়ি ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গোয়েন্দাপুলিশের উত্তরা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ সাত মাস পর ছিনতাই হওয়া গাড়িটি নরসিংদী থেকে ও চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে সিএনজি ছিনতাই করে সেটার চালককে হত্যা করেছে। সে ঘটণায় কিন্তু আমরা সিএনজিও উদ্ধার করেছি এবং আসামীকেও উদ্ধার করেছি। এমন অনেক ঘটনা আছে। এই জন্য আমরা বলছি আমাদের সকলকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমরা অতি লোভে বেশি টাকার বিনিময়ে যেনো চুক্তির ভারায় না যায় সেটাও খেয়াল রাখতে হবে।

রাতে ঢাকার সড়কে গাড়ি চালানো চালকদের উদ্দেশ্যে ডিবি প্রধান বলেন, রাতের বেলা যারা উবার বা ভাড়ায় গাড়ি চালায় তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে আমরা কেউ যদি এমন ছিনতাইয়ের কবলে পরি তাহলে আমাদের তাৎক্ষনিক ভাবে থানায় জানাতে হবে। সকলকে সতর্ক থাকতে হবে যাতে আমরা সিস্টেমের বাইরে না যাই।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ