ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

উজিরপুরে জমি বিরোধে হামলা, ৪ বছরের শিশুসহ আহত ৩

বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ বছরের শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহত এক নারী উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম সাতলা ২নং ওয়ার্ডের শাহআলম বেপারীর সাথে তৈয়ব আলি হাওলাদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই প্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় পশ্চিম সাতলা গ্রামের তৈয়ব আলি হাওলাদার, দুলাল হাওলাদার,হাসান হাওলাদার,শাহিনুর বেগম,কহিনুর বেগম,কমলা বেগম,জুয়েল হাওলাদার মিলে একই গ্রামের শাহআলম বেপারীর বসতঘরের সামনে চলাচলের একমাত্র সাকো ভেঙে ফেলেছে। এর প্রতিবাদ করায় শাহআলম বেপারীর স্ত্রী ছকিনা বেগম (৪৫), মেয়ে মোসাঃ মল্লিকা পারভীন (২৩) এর উপর অতর্কিত হামলা চালায়। এমনকি ৪ বছরের অবুঝ শিশু হাফসাও হামলা থেকে রেহাই পায়নি। ওই শিশুকে আছার মেরে মাটিতে ফেলে দেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় আহত মল্লিকা পারভীন বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আহত ছকিনা বেগম জানান, থানায় অভিযোগ দেওয়ার পরেও হত্যা মামলার আসামি দুলাল হাওলাদারসহ ওই ভূমিদস্যু সন্ত্রাসীরা আমার শেষ সম্বল ভিটেমাটি দখল করার জন্য অবুঝ শিশুসহ আমাদের স্ব-পরিবারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নগদ অর্থ স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। এছাড়া হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শাহিনুর বেগম মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল,আজকে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। ছকিনা বেগম আরো বলেন, আমার উপর হামলা চালিয়ে হাত ভেঙে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও আমার মেয়েকেও মারধর করে এবং অবুঝ শিশু নাতনিকে আছার মেরে মাটিতে ফেলে দেয়।

এরপরেও ক্ষ্যন্ত হয়নি ওই সন্ত্রাসীরা। আমাদের স্ব-পরিবারকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় দুলাল হাওলাদার। অভিযুক্ত শাহিনুর বেগমকে হাসপাতালে না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার এএসআই সুমন জানান,গত ১৫ ডিসেম্বর জমিজমা নিয়ে একটি অভিযোগ পেয়ে,তদন্ত সাপেক্ষে বরিশাল আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

শেয়ার করুনঃ