ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম

আল্লাহ্ ব্যতীত কোন শক্তিই আমাকে দাবিয়ে রাখতে পারবে না- সালাউদ্দিন রিপন

আল্লাহ ব্যাতীত কোন শক্তিই আমাকে দাবিয়ে রাখতে পারবেনা। যতই ভয়ভীতি আমাকে দেখানো হোক না কেন, যতই আমার প্রচার, প্রচারনায় বাধা আসুক না কেন, আল্লাহ ব্যাতীত আমাকে কেউ এই পথ থেকে সরিয়ে বা দাবিয়ে রাখতে পারবেনা।

আপনারা দেখেছেন বিভিন্ন যায়গায় আমার, প্রচার,প্রচারনায় বাধা দেওয়া হয়েছে।আমার কর্মীদের মারধর করা হয়েছে,এমনকি আমার বিরুদ্ধে অপ-প্রচার পর্যন্ত করা হচ্ছে।কথা গুলো বলেছেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন,ট্রাক মার্কার প্রতীক নিয়ে চুষে বেড়াচ্ছেন, সদরের অলিগলি সহ সমস্ত ইউনিয়নের আনাচে, কানাচে। শুনছেন সমস্ত মানুষের দুঃখ,কষ্টের কথা। এবং প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন তাদের।

২৮ শে ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় চন্দ্রমোহন ইউনিয়নের, আর, এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকের আয়োজনে এক বিশাল দুঃখ ভরাক্রান্তে কথাগুলো বলেছেন রিপন।একের পর এক উক্ত জনসভায় মিছিল নিয়ে সমাগম হতে থাকে নারী,পুরুষেরা। একপর্যায়ে মাঠ জনসমুদ্রে পরিনিত হয় সবার মুখে মুখরিত ছিল ট্রাকের জয়ধ্বনি,রিপন ভাই রিপন ভাই।

এস আর সমাজকল্যাণ সংস্হার প্রতিষ্ঠাতা,সালাউদ্দিন রিপন, তিনি ছোট বেলা থেকেই গরীব, দুঃখী মানুষের পাশে সব সময়ই থাকার চেষ্টা করেছেন, তাদের দুঃখ, দুদর্শায় সব সময়ই পাশে ছিলেন।স্কুল,কলেজের ছাত্র, ছাত্রীদের লেখাপড়ার জন্য দিয়েছেন অনেক অনুদানও, প্রায় ৪০ -৪৫ হাজার লোকের জন্য চোখের চিকিৎসারও ব্যবস্থা করেছেন। অনেক অসহায় মা,বোনদের দিয়েছেন,সেলাই মেশিন।

এবং স্বাবলম্বী যাতে হতে পারে তার জন্য দিয়েছেন,দুগ্ধজাত গাভী ও ছাগল।জনসমাবেশে সালাউদ্দিন রিপন বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী আমার কোন দল নেই সব দলের লোকই আমার।

বরিশালের মানুষের স্বার্থে আমি যে কোন বালা মুসিবত মাথা পেতে নিতে রাজি আছি। আমি গরীবের বন্ধু, আমি সংসদ সদস্য নির্বাচীত হলে যারা গরীব মেধাবী ছাত্র, ছাত্রী রয়েছে তাদের লেখাপড়ার খরচের ব্যবস্থা করবো তা সেটা সরকারি ভাবে হোক আর বেসরকারী ভাবে হোক।মায়েদের যাদের জরায়ুর সমস্যা রয়েছে তাদের সুচিকিৎসার ব্যাবস্হা করবো।ভাতার ব্যবস্থা করবো,সারা বছর সরকারি,ভাবে হোক বা বেসরকারী ভাবে হোক চোখের চিকিৎসার ব্যবস্থা করবো।

এমনকি প্রতিটা ওয়ার্ড থেকে একজন করে পুরুষকে বিদেশে যাওয়ার ব্যাবস্হা করবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নির্বাচীত হয়ে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। আমি সালাউদ্দিন রিপন আপনাদেরই লোক, আপনাদেরই পাশে থাকবো ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ