ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২

কলাপাড়ায় মাধ্যমিক শিক্ষকদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক পর্যায়ের ডিসেমিনিশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় ৭ দিনব্যাপী ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিক্তিক শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার(৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণের সমাপনী বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.গোলাম মোস্তফা, কোর্স কো-অর্ডিনেটর ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন ১০টি বিষয়ে দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা মাষ্টার ট্রেনারগণ এবং উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকগন। এর আগে বেলা ১১ টার দিকে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি ১০টি বিষয়ের প্রশিক্ষক এবং প্রশিক্ষনারদের সাথে কুশল বিনিময় করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, কলাপাড়া উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫২ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ের ৩৪ জন মাষ্টার ট্রেনারগণ এই প্রশিক্ষণ পরিচালনা করছেন বলে জানিয়েছেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে দক্ষ জনশক্তির রূপে গড়ে তোলা এই কারিকুলাম এর উদ্দেশ্য। শিক্ষকগণ প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান প্রয়োগ করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, পূর্বের শিক্ষা ব্যবস্থা বড় লোকের সন্তানদের জন্য সহায়ক ছিল। গরিব শ্রেণীর শিক্ষার্থীরা অনেক সুযোগ থেকে বঞ্চিত ছিল। বর্তমান শিক্ষাক্রমে সকল শ্রেণীর শিক্ষার্থীদের সমান সুযোগ রয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিক হতে অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিয়োগ ও এমপিও) মোঃ তৌহিদুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো.মুজিবুর রহমান।

শেয়ার করুনঃ