দিনাজপুরের ঘোড়াঘাটে দুজন গরুচোরকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে একটি
চোরাই গরু। চুরি হওয়ার মাত্র ১ ঘন্টার ভিতরে গরুটি উদ্ধার করে পুলিশ।৬ মাসের গাভ থাকা গরুটির আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।শুক্রবার সন্ধায় বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী বাজার থেকে তাদেরকে আটক করে উপ-পরির্দশক (এসআই) অরুপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল।
এ ঘটনায় ভূক্তভোগী গরুর মালিক সামসুল হক (৪৯) শনিবার বেলা ১১টায় বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা করলে, পুলিশ আটক চোরকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।মামলার বাদী সামসুল হক (৪৯) বাঁশমুড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় দিনমজুর। অপরদিকে গ্রেপ্তার আসামিরা হলেন,উপজেলার বিশাইনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরকারের ছেলে রাজিব হোসেন (৩০) এবং অপরজন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে মিনহাজ হোসেন (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৫টায় ঘাস খাওয়ার জন্য নিজের তিনটি গরুবেঁধে রেখে আসেন
সামসুল হক। সন্ধার আগে জমিতে গরুআনতে গিয়ে তিনি দেখেন একটি গরুনেই। অনেক খোঁজাখুঁজি করেও তিনি গরু
খুঁজে না পাওয়ায় চি কার করলে আশেপাশের লোকজন জড় হয়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, শুক্রবার সন্ধায় গরুহারানোরএকটি মৌখিক অভিযোগ পাই। তা ক্ষণিক আমরা অভিযান শুরুকরলে চোরাই গরুটি বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাবারসময়দুজন চোরকে আটক করে আমাদের সদস্যরা। আসামীদেরকে আজ (শনিবার) দুপুরে দিনাজপুরের আদালতে
পাঠানো হয়েছে।